রাস্তার মোড়ে গাড়ি দাঁড়ানো বন্ধ করতে হবে : ডিএমপি কমিশনার

Passenger Voice    |    ০৮:১২ এএম, ২০২০-১২-৩০


রাস্তার মোড়ে গাড়ি দাঁড়ানো বন্ধ করতে হবে : ডিএমপি কমিশনার

রাজধানীর রাস্তা যানজটমুক্ত ও যান চলাচলে শৃঙ্খলা আনতে মোড়সমূহে গাড়ি দাঁড়ানো ও যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে হবে। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে পরিকল্পনা করে বাস্তবায়ন করা হবে। বিশৃঙ্খলার সংস্কৃতি থেকে বের হয়ে না আসতে পারলে আমাদের পরবর্তী প্রজন্মকেও এর কুফল ভোগ করতে হবে।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগ কর্তৃক রুজু করা মামলা, রেকারিং, জরিমানা ইত্যাদি সংক্রান্ত আলোচনা সভায় এসব কথা বলেন কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আবদুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

এসময় ডিএমপি কমিশনার আরও বলেন, সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে বেড়িবাঁধসমূহ যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেখান থেকে বালু ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলতে হবে।

ড্রাইভিং লাইসেন্স ও শৃঙ্খলা সংক্রান্ত ট্রাফিক মামলা বৃদ্ধি করে চালকদের নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে।

অনেক গাড়ি ট্রাফিক পুলিশের দেওয়া সিগন্যাল অমান্য করে।

সিগন্যাল অমান্যকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ও রাস্তায় অচল গাড়িসমূহ রেকারিং করে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেন ডিএমডি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।